হয়ারনিমূলক মামলা প্রত্যাহারের দাবি এম এ মজিদের

পুলিশ বাসায় ঢুকে শ্রমিক-নেতৃবৃন্দদের মারপিট করে

 

স্টাফ রিপোর্টার ♦ মিথ্যা ও হয়রানিমুলক মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেছে রংপুর জেলা মোটর শ্রমিকের সাধারণ সম্পাদক এম.এ মজিদ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রংপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা মোটর শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, ২০১৬ সালের ১১ আগস্ট বাস টার্মিনাল সংলগ্ন মাছের আড়ৎ এর এখানে জেলা মোটর মালিক সমিতির লোকজন লাঠি-ছোড়া নিয়ে আমার ওপর হামলা চেষ্টা করে। এসময় নিজের নিরাপত্তার জন্য আমি ডিআইজি মহোদয়কে বিষয়টি মোবাালি ফোনের মাধ্যমে অবগত করলে এক ঘন্টা পর পুলিশ সেখানে উপস্থিত হয়। কে বা কারা উপস্থিত পুলিশদেরকে আমার বিরুদ্ধে উস্কানিমূলক কথা বললে সেখানে গোলযোগের সৃষ্টি হয় এবং আমি সেখান থেকে বাড়িতে চলে যাই। বাসায় আমার সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠককালে হঠাৎ পুলিশ প্রশাসন আমার বাসায় এসে আমার নেতৃবৃন্দ ও শাখার শ্রমিকদের ওপর এলোপাতাড়ি মারপিট শুরু করে এবং বাড়ির সামনে থাকা আমার লোকজনের ২২-২৩টি মোটরসাইকেল তারা নিয়ে যায় যার ভিডিও আমার কাছে সংরক্ষিত আছে। পরবর্তীতে পুলিশ একসময় ৫টি মামলা আমার বিরুদ্ধে দায়ের করে, যার স্থান ছিল ভিন্ন ভিন্ন। একই বছরের ১৯ ডিসেম্বর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করার কথা বলেন। পরবর্তীতে ৩টি মামলা নিষ্পত্তি হলেও হঠাৎ এবছরের ১০ অক্টোবর আগের একটি মামলায় পুনরায় আমাকে চার্জশীট দেয়া হয়। এসময় তিনি তার বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।