বরিশালের নতুন মেয়র আবুল খায়ের
নিউজডোর ডেস্ক ♦ বরিশালের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল খায়ের আব্দুল্লাহ।
তিনি ৫৩ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ ফয়জুল করিমকে হারিয়েছেন। বরিশাল শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ পরিবেশন কেন্দ্র থেকে এ ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
তিনি বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ পেয়েছেন৮৭ হাজার ৮০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে ফয়জুল করিম পেয়েছেন ৩৩ হাজার ৮২৮ ভোট। তৃতীয় হওয়া স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান ৭ হাজার ৯৯৯ ভোট পেয়েছেন।