কুড়িগ্রামে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন

দিবসটি ঘিরে আলোচনা সভা, কেক কাটা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কুড়িগ্রামে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন

 কুড়িগ্রাম প্রতিনিধি ♦ কুড়িগ্রামে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন করা হয়েছে। দিবসটি ঘিরে আলোচনা সভা, কেক কাটা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

রোববার সকালে বেসরকারি সংগঠন গুড নেইবার বাংলাদেশ শহরের চামড়ার গোলাস্থ অফিস কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, সদর যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তানজির বিন ইসলাম, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের অ্যাসিসটেন্ট ম্যানেজার প্রোগ্রাম মো. কালাম উদ্দীন, জগদীশ চন্দ্র রায়, ভলান্টিয়ার রিত্তিক হাসান ইমন, সানজিদা ইসলাম, মুকুল মিয়া প্রমুখ।

কেক কাটার পর স্বেচ্ছাসেবক হিসেবে অগ্রণি ভূমিকা পালন করার জন্যে কুড়িগ্রাম সদর ও যাত্রাপুর ইউনিয়ন থেকে ৩৮জন যুব ও যুবাকে সম্মাননা প্রদান করা হয়। এরপর যুব যুবাদেরকে নিয়ে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।