ফেসবুকে হাহা রিঅ্যাক্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫
নিউজডোর ডেস্ক ♦ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হা হা রিঅ্যাক্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। এছাড়া ১০টি দোকান ভাংচুর করা হয়েছে।
সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কামালপুর লোকাল বাসস্ট্যান্ডের কামালপুর মধ্যপাড়া ও পূর্বপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে কামালপুর মধ্যপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে আজিবর ও পূর্বপাড়ার রউফ মিয়ার ছেলে ওমর মিয়ার মধ্যে ফেসবুকে হা হা রিঅ্যাক্ট আদান-প্রদানে বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়দের সহায়তায় দোকানের মালিক মানিক মিয়া ওই দুইজনকে আলাদা করে দেয়া হয়। ঘটনার আধা ঘণ্টা পর উভয় পক্ষ লাঠিসোঁটা, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে কামালপুর মধ্যপাড়ার পূর্বপাড়ায় ১০টি দোকান ভাঙচুর ও ভাংচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা উজ্জ্বল মিয়াসহ ৫ জন আহত হয়েছেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করেছে। এখন পরিস্থিতি শান্ত।