দ্রুত বিয়ে করার ৬ উপকারিতা
বিয়ে করলে রিযিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহই করে দেবেন
নিউজডোর ডেস্ক ♦ ইসলামে বলা হয়েছে, তোমরা বিয়ে করো, রিযিক নিয়ে চিন্তা করো না । বিয়ে করলে রিযিকের ব্যবস্থা স্বয়ং আল্লাহই করে দেবেন । কিন্তু আমাদের দেশে রয়েছে এর উল্টো প্রেক্ষাপট । ইসলাম ধর্মের মানুষ বেশি থাকলেও, তারা এ বিষয়ে হয় তো মানতে নারাজ । তাই তো নিজেদের সন্তানদের বিশেষ করে ছেলেদের প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিয়ে দেন না । তারা মনে করে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করাটাই স্মার্টনেস । কিন্তু ইসলাম, বিজ্ঞান এগুলো সবমিলিয়ে বলা যায় যে তাড়াতাড়ি বিয়ে করাটাই স্মার্টনেস । এখন আপনার মনে অনেক প্রশ্ন আসতে পারে, এমনটা কেন বলা হলো । তা জানতে নিচে ছয়টি কারণ পড়ুন।
- যদি আপনি ৩০ এর পরে বিয়ে করেন তবে স্বাভাবিকভাবেই আপনার বয়সের কারণে আপনার মধ্যে যে গুরুতরতা আসবে তার জন্য সম্পর্কটি খুব মিষ্টি এবং ঘনিষ্ঠ হবে না । ব্যাপারটা এমন হবে, যে বিয়ে করার করার কথা তাই করেছি । এই কারণে, এটি তাড়াতাড়ি বিয়ে করা ভাল, যখন আবেগ অনেক কাজ করে ।
- বেশি বয়সে বিয়ে করলে স্বামী- স্ত্রী নিজেদের জন্য কতটা সময় পান? - বছর যেতে না যেতেই সন্তানের দায়িত্ব কাঁধে পড়ে । একবার একটি শিশুর জন্ম হলে, একা সময় কাটানো আর সম্ভব হয় না । কিন্তু অল্প বয়সে বিয়ে করলে সঙ্গীর সঙ্গে অনেক সময় পাওয়া যায় ।
- এটি সম্পর্কটিকে খুব ভাল এবং মধুর করে তোলে: একজনের চেয়ে দুজন ভালো'- বিষয়টিকে ভুল বোঝা যাবে না । সুখ- দুঃখ একা অনুভব করার পরিবর্তেদু'জনে ভাগ করে নিলে অনেক সমস্যার সমাধান হতে পারে । অল্প বয়সে বিয়ে হলে জীবনের সবকিছু শেয়ার করতে পারেন, ফলে মানসিক চাপও কমে যায় ।
- আপনি যদি তাড়াতাড়ি বিয়ে করেন তবে আপনি আপনার সন্তানদের জন্য একটি খুব ভাল অভিভাবকত্বের উদাহরণ হতে পারেন । আপনি মানুন বা নাই মানুন এটা সত্য যে, মানুষের গড় আয়ু কমে গেছে । দেরীতে বিয়ে করলে সন্তান মানুষ করতেও বেশি বয়স পর্যন্ত কষ্ট করতে হবে । এতে আপনার মানসিকতা নষ্ট হয়ে যাবে ।
- বিভিন্ন কারণে অনেকেই বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন না । তাই এখন বিবাহ বিচ্ছেদের সংখ্যাও বাড়ছে । তাড়াতাড়ি বিয়ে করার এই দিক থেকেও সুবিধা রয়েছে । আপনি যদি অল্প বয়সে বিয়ে করেন এবং যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে আপনি আপনার জীবন পুর্নগঠনের দ্বিতীয় সুযোগ পাবেন, যা আপনি দেরিতে বিয়ে করলে সম্ভব হবে না ।
- সামাজিক চাপ থেকে মুক্তি আগে বিয়ে করলে,' কেন বিয়ে করছেন না',' কবে বিয়ে করবেন',' তুমি বুড়ো হয়ে যাচ্ছ', ইত্যাদি বিরক্তিকর প্রশ্ন থেকে রেহাই মিলবে ।