বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করে কৃষি খাতে কাঙ্খিত উন্নয়ন সম্ভব: উপাচার্য
বেরোবি প্রতিনিধি ♦ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে নানামুখী উদ্যোগ নিয়েছিলেন। একটি সমৃদ্ধ বাংলাদেশ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির কোনো বিকল্প নেই- এ কথা বঙ্গবন্ধুই প্রথম উপলব্ধি করেছিলেন।
বুধবার (৩০ আগস্ট) শোকাবহ আগস্ট উপলক্ষে বেরোবিতে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য আরো বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে তার কৃতী কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কৃষিতে ব্যাপক সাফল্য অর্জন করেছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয় শোক কমিটির-২০২৩ এর আহ্বায়ক ড. বিজন মোহন চাকিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য প্রফেসর ড.সারিফা সালওয়া ডিনা ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ।
‘বঙ্গবন্ধুর দর্শন ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় বেরোবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছাদিক আল মাহদী প্রথম স্থান অধিকার করেন, বাংলা বিভাগের মোসা সাদিয়া শারমিন প্রমি দ্বিতীয় স্থান অধিকার করেন এবং রাফিয়া ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করেন। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগ তৃতীয় স্থান অর্জন করে।