বিক্রি হওয়ার লোক আমি নই: জিএম কাদের
অবৈধভাবে অর্থ উপার্জনের সুযোগ অনেক ছিল, কিন্তু তা ব্যবহার করিনি
নিউজডোর ডেস্ক ♦ আমি বিক্রি হওয়ার লোক নই উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ইউটিউবে কেউ একজন প্রচার চালাচ্ছে আমি নাকি বিক্রি হয়ে গেছি। তাদের এরকম গুজব আমাকে আঘাত করেছে। চাকরি জীবনে কোনও পাওনাও গ্রহণ করিনি নীতির প্রশ্নে। একবার মন্ত্রীত্ব থেকে পদত্যগ করতে চেয়ে আরেকবার মন্ত্রীত্ব চাইনি।
ভারত থেকে প্রথমবারের মতো বুধবার (৩০ আগস্ট) বনানী কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
তিনদিনের ভারত সফর শেষে তিনি গণমাধ্যমে কথা না বলায় সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়ায় যে, দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশ নিতে জাপার উপরে রয়েছে ভারতের চাপ। সামাজিক যোগযোগ মাধ্যমে এও ছড়িয়ে পড়ে যে, জাতীয়পাটি ভারতের কাছে টাকা নিয়েছে।
জিএম কাদের এসব গুজব অস্বীকার করেছেন। তিনি বলেন, '২৫ বছর চাকরির পর ১০ বছর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। গত ২ বছর ধরে দেশের সব পেট্রোলিয়াম পণ্য আমার মাধ্যমে কেনা হয়। অবৈধভাবে অর্থ উপার্জনের সুযোগ ছিল। ২৮ বছরের রাজনীতিতে ২০ বছর এমপি এবং পাঁচ বছরে দুটি মন্ত্রিত্ব পেয়েছি। আমি বিক্রি হওয়ার মানুষ নই, দল, দেশ ও জাতির কথা ভাবি।