রংপুরে ‘ফিস্টুলা নির্মূলের চ্যালেঞ্জ’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার
স্টাফ রিপোর্টার ♦ রংপুরে ‘ফিস্টুলা নির্মূলের চ্যালেঞ্জ’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রংপুর মেডিকেল কলেজ মিলনায়তনে ল্যাম্ব হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন, ওজিএসবি সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ আনোয়ারা বেগম, একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ইন্টারন্যাশনাল সোসাইটি অব অবসটেট্রিক ফেস্টুলা সার্জনের সভাপতি অধ্যাপক ডাঃ সাইয়েবা আক্তার ও ল্যাম্ব হাসপাতালের পরামর্শক ডাঃ বেয়াট্রিস অ্যাম্বাউন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ বিমল চন্দ্র রায়ের সভাপতিত্বে সেমিনারে গাইনী, ইউরোলজি, সার্জারী বিভাগের চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় ফিস্টুলা নির্মূলে সরকারী হাসপাতালে ফিস্টুল কর্নার স্থাপন, দক্ষ সার্জন তৈরী, গর্ভবতীদের নিরাপদ প্রসব নিশ্চিত করা, সিজারিয়ান অপারেশনে সার্জনদের সর্তকতা অবলম্বনের উপর গুরুত্বারোপ করা হয়।