অবস্টেট্রিক ফিস্টুলা নিমূলে কর্মশালা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ♦ অবস্টেট্রিক ফিস্টুলা নিমূলে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে একটি হোটেল মিলনায়তনে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানু, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অতিরিক্ত সচিব মাকসুরা নুর, অধ্যাপক ড. আহমেদুল কবির, অধ্যাপক ড. রাশেদা সুলতানা, ডাঃ বিভাবেন্দ্র সিং রঘুবংশী সহ আমন্ত্রিত অতিথিরা।
ফিস্টুলা ব্যবস্থাপনায় ফিস্টুলা সার্জনদের অবদান এবং অভিজ্ঞতা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন ওজিএসব‘র সাবেক প্রেসিডেন্ট ডা. আনোয়ারা বেগম।
"আইএসওএফএস কীভাবে সার্জনদের দক্ষতা বাড়াতে বাংলাদেশকে সহায়তা করতে পারে" এই বিষয়ক উপস্থাপনা করেন প্রফেসর ওজিএসবি’র সাবেক সভাপতি ড. সাইয়েবা আক্তার।
অবস্টেট্রিক ফিস্টুলা এর বর্তমান পরিস্থিতি উপস্থাপন করেন ডাঃ আজিজুল আলীম। বাংলাদেশে অবস্টেট্রিক ফিস্টুলা নির্মূলে ওজিএসবি এর প্রচেষ্টা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. ফারহানা দেওয়ান।
২০৩০ সালের মধ্যে প্রসবজনিত ফিস্টুলা নির্মূলে সকলের একসাথে কাজ করার অঙ্গীকার নিয়ে অত্র কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।