ভোটার উপস্থিতি বাড়ানো নির্বাচন কমিশনের কাজ নয়: ইসি আনিছুর
নিউজডোর ডেস্ক ♦ নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়ানোর দায়িত্ব কমিশনের নয় বলে উল্লেখ করে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ভোটার বাড়াতে প্রার্থীদের প্রচারণা ও তৎপরতা থাকতে হবে। রোববার (২৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন আর কয়েক মাস বাকি। এদিকে উপনির্বাচন চলছে। এ কারণে হয়তো ভোটার উপস্থিতি কমছে। ঢাকা-১৭ আসনে ১১ দশমিক ৫ শতাংশ ভোটার। তবে ভোটারদের উপস্থিতির ভিত্তিতে আমরা ফলাফল ঘোষণা করব। অতীতেও করেছি, ভবিষ্যতেও করব।
ভোট ডাকাতির কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ইভিএমে একজনের ভোট অন্যকে দেওয়ার কোনো সুযোগ নেই। আগে ভোট ডাকাত নামে একটা শব্দ ছিল। কিন্তু এখন সেটাও নেই।