গভীর নিম্নচাপে উত্তাল সাগর, বাড়তে পারে সতর্ক সংকেত
গভীর নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। ফলে উত্তাল হয়েছে সাগর। নিম্নচাপের কারণে আজ অর্থ্যাৎ সোমবার তেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন দেশের জনপ্রিয় এক গণমাধ্যমকে জানায়, গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় ১ নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। তবে দুপুরের পর সংকেত বাড়তে পারে।
তিনি বলেন, লঘুচাপের প্রভাবে আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এছাড়া ঢাকা ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। তবে দেশের উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুরে কম বৃষ্টি হতে পারে।
সোমবারের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। 'হামুন' নামে এটি বৃহস্পতিবার দেশে আঘাত হানতে পারে।