তেলের দাম বৃদ্ধি: রাজশাহীতে বাস মালিক সমিতির কর্মবিরতি
সবদিক থেকেই জনসাধারণের ভোগান্তির ব্যবস্থা চলছে
নিউজডোর ডেস্ক ♦ দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন দাম বৃদ্ধির পাশাপাশি হঠাৎ করেই বেড়ে গেল তেলের দাম। দু-চার নয় এক ধাক্কায় বেড়েছে লিটারে ১৫ টাকা। এই তেলের দাম এবং ভাড়া সমন্বয়ের দাবিতে শুক্রবার থেকে রাজশাহী বিভাগে কর্মবিরতি ডেকেছে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ফলে শুক্রবার থেকে রাজশাহীর সবরুটে বাস-ট্রাক চলাচল বন্ধ।
এ তথ্য নিশ্চিত করেছেন বাস মালিক সমিতির রাজশাহী বিভাগীয় সভাপতি ও রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের যুগ্ম সম্পাদক সাফকাত মঞ্জুর বিপ্লব।
তিনি জানান, হঠাৎ করেই তেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বেড়েছে। যা খুবই অস্বাভাবিক। এতে করে আমাদের বর্তমান ভাড়ার সাথে তেলের দামের সমন্বয় হচ্ছে না। ভাড়া না বাড়ালে পরিবহন মালিকদের লোকসানের মুখে পড়তে হবে।