রংপুরে স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ শংকু’র ভাস্কর্য নির্মাণের দাবি 

রংপুরে স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ শংকু’র ভাস্কর্য নির্মাণের দাবি 

স্টাফ রিপোর্টার ♦ স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ শংকু সমজদারের ভাস্কর্য নির্মাণের দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ডিসেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্ত¡রে এ মানববন্ধন সমাবেশের আয়োজন করেন মহানগর নাগরিক কমিটি। সংগঠনের আহ্বায়ক অধ্যাপক আলী’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন চাঁদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মতিয়ার রহমান, অ্যাড. মাসুম হাসান, অ্যাড. খায়রুল ইসলাম বাপ্পী, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, শহীদ পরিবারের সদস্য দেবদাস ঘোষ দেবুসহ অন্যরা।    
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পেরিয়ে গেলেও স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ রংপুরের কামাল কাছনার শংকু সমজদারের ভাস্কর্য নির্মিত হয়নি। এনিয়ে সচেতন মহলে তীব্র ক্ষোভ বিরাজ করছে। শংকুর আত্মত্যাগকে সম্মান করে জেলা প্রশাসনের উদ্যোগে ভাস্কর্য নির্মাণের দাবী জানান বক্তারা