রংপুরে ৭৪তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
আন্তর্জাতিক মানবাধিকার সংরক্ষণে সর্বত্র, সার্বক্ষণিক সোচ্চার থাকার আহ্বান

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে ৭৪তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০নভেম্বর) বিকেলে নগরীর আহার হোটেলে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড রংপুর জেলা সভাপতি আজগার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লক্ষ্মী বণিক।
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড রংপুরের সাধারণ সম্পাদক বাদশাহ ওসমানীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড রংপুর জেলার সিনিয়র সহ সভাপতি রাজেন্দ্র চন্দ্র দাস, দপ্তর সম্পাদক নাজনীন আক্তার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক একেএম সুমন, ক্রিড়া বিষয়ক সম্পাদক পারভিন আক্তার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কান্তা মণি প্রমুখ।
সভায় বক্তারা দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংরক্ষণে সর্বত্র, সার্বক্ষণিক সোচ্চার থাকার ও প্রত্যেকের সামর্থ্যানুযায়ী মানবীয় কল্যাণের জন্য কাজ করার উদাত্ত আহ্বান জানান।