কানাডায় প্রবেশ করতে পারলেন না ডা. মুরাদ
টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে
নিউজডোর ডেস্ক ♦ বাংলাদেশি রাজনীতিক এবং সংসদ সদস্য ডা. মুরাদ হাসানকে কানাডায় ঢুকতে দেওয়া হয়নি। কানাডায় প্রবেশের সময় তাকে বাধা দেয় দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি। টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।
কানাডা প্রবাসী সাংবাদিক শওগাত আলী সাগরের সম্পাদনায় প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘নতুন দেশ’ এ তথ্য উপস্থাপন করে।
নতুন দেশের এই প্রতিবেদন থেকে জানা যায়, কানাডায় বসবাসরত মুরাদ হাসানের ঘনিষ্ঠ একাধিক সূত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে কানাডার সরকারি সূত্র থেকে এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।