বেদে পল্লীতে রংপুর জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

বেদে পল্লীতে রংপুর জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার ♦ শীতের তীব্রতা থেকে অস্বচ্ছল মানুষদের রক্ষায় রংপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে নগরীর দমদমা ঘাঘট নদীর পাড়ে বেদে পল্লীতে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এ সময় বেদে পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন তিনি। কম্বল বিতরনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসানসহ প্রশাসনের কর্মকর্তারা।

জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, উত্তরাঞ্চলে যেহেতু শীত বেশি অনুভূত হয়, তাই শীত মোকাবেলায় ছিন্নমূল, অস্বচ্ছল পরিবারসহ নদীর বাঁধে আশ্রিত, চরের মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। আমরা জেলায় ৬০ হাজার কম্বলের চাহিদা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। এর মধ্যে ৫৫ হাজার কম্বল বরাদ্দ পেয়েছি। পর্যায়ক্রমে আরও চাহিদা পাঠানো হবে। এই শীতে যেন একজন ব্যক্তিও শীতবস্ত্রের অভাবে কষ্ট না পান সেদিকে আমরা বিশেষ নজর দিয়েছি।