১০ লাখ পরীক্ষার্থী নিয়ে শুরু হলো এইচএসসি পরীক্ষা
নিউজডোর ডেস্ক ♦ শুরু হলো এইচএসসি পরীক্ষা। দেশের মোট আটটি শিক্ষা বোর্ডের আওতায় এবার ১০ লাখ পরীক্ষার্থী অংশগ্রহন করেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এছাড়াও করোনা মহামারির পর এটাই প্রথম পূর্ণ নম্বরের পরীক্ষা।
দেশের সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা একযোগে শুরু হওয়ার কথা থাকলেও চট্টগ্রাম বিভাগে টানা বৃষ্টি ও বন্যার কারণে তিন বোর্ডের পরীক্ষা ১০ দিন পিছিয়েছে। ফলে আজ ঢাকা, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, যশোর, রাজশাহী ও দিনাজপুরের বোর্ড পরীক্ষা শুরু হয়েছে।
এই আটটি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৭ হাজার ২৪১ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ২ লাখ ৩৪ হাজার ৮৯৮ জন, মানবিক বিভাগের ৫ লাখ ৯৪ হাজার ৫৬৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১ লাখ ৭৭ হাজার ৭৭৭ জন।