চুলায় কয়েল জ্বালাতে গিয়ে বিষ্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ
নিউজডোর ডেস্ক ♦ চুলায় কয়েল জ্বালাতে গিয়ে ঘটে বিষ্ফোরণ। আর সেই বিষ্ফোরণে দগ্ধ হন একই পরিবারের ছয়জন। দগ্ধদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ঘটনাটি ঘটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাগপাড়ায়।
আহতরা হলেন- সুখী আক্তার (৩৫), তার বোন রহিমা আক্তার (৩০), আরিফ (২০), সাদিয়া আক্তার (১২), জান্নাত আক্তার (১৮) ও রিতু আক্তার (১২)।স্থানীয়দের ধারণা গ্যাস লিকেজ থেকে আগুন লেগে থাকতে পারে।
স্থানীয় সূত্রে জানা যায়, গেদনাইল বাগপাড়ার কেতা মিয়ার টিনশেডের ঘরে মশার কয়েল ধরাতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সবাই আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো শুরু করে। তারা নিজেরাই আগুন নেভাতে পারলেও ৬ জন দগ্ধ হয়।
আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাব্বির আহমেদ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।