তিন দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল
নিউজডোর ডেস্ক ♦ বগুড়ায় তিন দাবি নিয়ে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী। সোমবার ( ২৫ সেপ্টেম্বর) সকালে মিছিলটি শহরের কারবালা এলাকা থেকে বের হয়ে চরমতায় এসে শেষ হয়। দলটির তিন দফা দাবিগুলো হলো: তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, জামায়াতে ইসলামীর আমিরসহ গ্রেফতারকৃত সব নেতাকর্মীদের মুক্তি ও তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার।
সমাবেশে জামায়াত নেতা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল সরকারের পদত্যাগ দাবি করে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান। এ ছাড়া সংগঠনের আমির ডা.শফিকুর রহমানসহ নেতাকর্মীরা মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমির সভাপতি আবিদুর রহমান সোহেল। এ সময় জামায়াতে ইসলামীর বগুড়া শহর শাখার বিভিন্ন ওয়ার্ড ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, জামায়াত মিছিল বা সমাবেশের কোনো অনুমতি নেয়নি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।খবর: সমকাল