কাল আবু সাঈদের বাড়িতে আসছেন মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার ♦ কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের বাড়িতে আসছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টায় রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের বাসায় যাবেন তিনি। সেখানে আবু সাঈদের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেবেন। এরপর জাফরপাড়া মাদ্রাসা মাঠে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল। বিএনপি’র মহাসচিবের সফর সঙ্গী হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। এছাড়া জেলা, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত থাকবেন।
রংপুর মহানগর বিএনপি’র আহŸায়ক সামসুজ্জামান সামু বলেন, বিএনপি’র মহাসচিবের আগমন ও সম্প্রীতি সমাবেশকে ঘিরে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে কাজ করছে।
এদিকে আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৪ জন সমন্বয়ক। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সংগঠনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমার নেতৃত্বে কেন্দ্রীয় সমন্বয়ক প্রতিনিধি দল আবু সাঈদের পরিবারের সাথে সময় কাটান এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। সমন্বয়কদের সাথে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন আবু সাঈদের পরিবার। এরপর ঢাকার বাড্ডায় পুলিশের গুলিতে নিহত পীরগঞ্জের শানেরহাট বড়পাহারপুর গ্রামের সোহাগ মিয়ার বাড়িতে গিয়ে তার কবর জিয়ারতসহ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন প্রতিনিধি দল।###