জুয়া খেলার প্রতিবাদ করায় যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলা
নিউজডোর ডেস্ক ♦ জুয়া খেলার প্রতিবাদ করায় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পিরোজপুরের নজিরপুর উপজেলায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ছাত্রলীগ ও যুবলীগের মোট ৯ নেতাকর্মী আহত হয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন।
হামলায় আহতরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালেহ আহমেদ চঞ্চল (৩৫), ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম ফকির (৩০), ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি অনল চক্রবর্তী (২২), ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান মো. শেখ (২২), যুবলীগ কর্মী তন্ময় মন্ডল। (২২), সেপার ফকির (২০), রনি হাওলাদার (২০), মাসুদ শিকদার (২৮) ও রিপন শেখ (২০)।
চঞ্চল ফকির গণমাধ্যমকে জানান, শিকদার মল্লিক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো: সোহেল হাওলাদার ও সদস্য সচিব জালাল হোসেন শেখ শিকদার মল্লিক রাস্তার মাথায় একটি কক্ষে নিয়মিত জুয়ার আসর বসে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। ফলে মঙ্গলবার রাতে শিকদার মল্লিক এলাকায় তাদের নেতৃত্বে ২০-২৫ জন অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।
তবে পাল্টা অভিযোগ করেছেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল হালদার। তিনি মুঠোফোনে বলেন, আমরা শিকদার মল্লিক বাজার থেকে রাতে সংগঠনের কাজ সেরে বাড়ি ফিরছিলাম। ফেরার পথে চাঞ্চল্যকর ফারিকরা আমাদের ওপর পরিকল্পিত হামলা চালায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, হামলার খবর পেয়ে রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।