হিরো আলমের ওপর হামলা: ইইউ ও ১২টি দেশের বিবৃতি
পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতা দাবি

নিউজডোর ডেস্ক ♦ ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ১২টি দেশ যৌথ বিবৃতি দিয়েছে । বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে হিরো আলমের ওপর হামলার নিন্দা ও পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
বিবৃতিতে বলা হয়, "আমরা ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম নামেও পরিচিত) ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতা দাবি করছি।"