সর্বজনীন পেনশন চালুর প্রথম দিনেই ৮৭ লাখ টাকা জমা

সর্বজনীন পেনশন চালুর প্রথম দিনেই ৮৭ লাখ টাকা জমা

নিউজডোর ডেস্ক ♦ সর্বজনীন পেনশন ভাতা চালুর প্রথম দিনেই জমা হয়েছে ৮৭ লাখ টাকা।  অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত করেছেন ১ হাজার ৬৬৬ জন। এছাড়াও ১১ হাজারেরও বেশি মানুষ নিবন্ধনের ওয়েবসাইট পরিদর্শন করেছেন বলেও অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

 সূত্র জানায়, পেনশন তহবিলের অর্থ দেশের লাভজনক অবকাঠামোতে বিনিয়োগ করবে 'পেনশন ফান্ড ম্যানেজমেন্ট অথরিটি' পেনশনভোগীদের লাভবান হওয়ার পাশাপাশি দেশের অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য বিপুল পরিমাণ অর্থ পাওয়া যাবে।

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করা হয়েছে। ইতিমধ্যে পদ্মা সেতু থেকে সরকার রাজস্ব পাচ্ছে। পেনশন তহবিলের টাকা এই ধরনের লাভজনক প্রকল্পে ব্যবহার করা হবে। যেখান থেকে লাভ করা যায়। ছাড়া পাবলিক পেনশন তহবিলে অর্থায়নে ব্যাংক বীমা খাতকেও সম্পৃক্ত করা হবে। খবর: কালেরকণ্ঠ