বাঙালি আজও তোমায় শ্রদ্ধার সাথে স্বরণ করে

ভুলিনি, তোমার অবদান আমরা ভুলিনি

বাঙালি আজও তোমায় শ্রদ্ধার সাথে স্বরণ করে
ছবি: সংগৃহীত

নিউজডোর ডেস্ক ♦ আজ ১৫ আগস্ট। বাংলাদেশের জাতীয় শোক দিবস। আজকের দিনই স্বাধীনতার স্থপতি, সর্বাধিনায়ককে হারিয়েছে বাঙালি। আজ বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী।

শুধু বঙ্গবন্ধুই না বঙ্গবন্ধুর পরিবারকেও ছাড়েনি খুনিরা। শিশু শেখ রাসেল, বঙ্গমাতাকেও নির্মমভাবে হত্যা করে খুনিরা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

এই ১৫ আগস্ট এরকম জঘন্যতম হত্যাকাণ্ড ঘটিয়ে মুছে ফেলার চেষ্টা করা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস। মুছে ফেলার চেষ্টা করা হয় স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদান। তবে বাঙালি ভুলে যায়নি বঙ্গবন্ধুর অবদান। তাইতো স্বাধীনতার ৫০ বছর পরেও তারা বঙ্গবন্ধুকে গভীর শ্রদত্ধার সাথে স্বরণ করেন।

৭৫’এর এই দিনে বর্তমান প্রধানমন্ত্রী মুজিবকন্যা শেখ হাসিনা এবং আরেক কন্যা শেখ রেহানা বিদেশে থাকায় তারা বেচে যান। তবে তাদের মাঝে পরিবার হারানোর এই শোক আজও কাটেনি।

আজ এই করোনাকালীন সময়েও স্বাস্থ্যবিধি মেনে এই দিনটি শোকের সাথে পালন করছে দেশবাসী।