কারখানা খোলার ঘোষণার পাটুরিয়া ঘাটে মানুষের ঢল
৫ আগস্টের পর ঢাকায় আসার অনুরোধ করেছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিউজডোর ডেস্ক ♦ কঠোর লকডাউনের মধ্যেই খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে দেশের রপ্তানীমূলক কারখানাগুলো। তাতেই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মানুষের ঢল নেমেছে।
শনিবার (৩১ জুলাই) ভোর থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া রুটে চলাচলকারী প্রতিটি ফেরিতে মানুষের উপচে পড়া ভির লক্ষ্য কা গিয়েছে।
করোনা সংক্রমণের উর্ধ্বগতি থামাতে ঈদ উল আজহার পর ২৩ জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছিল সরকার। যা আগামী ৫ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে।
এই ঈদের ছুটিতে বাধা উপেক্ষা করে গ্রামের বাড়িতে গিয়েছিলেন, তাদের ৫ আগস্টের পর ঢাকায় আসার অনুরোধ করেছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। একই অনুরোধ জানিয়েছিল বিজিএমইএ। তার আগেই রাজধানীতে ফিরতে শুরু করেছে শ্রমিকরা।
আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানয়েছেন, রোববার থেকে কারখানা খুলে দেওয়ার ঘোষণায় আজ সকাল থেকে কর্মস্থলে পিরছেন শ্রমিকরা।