অ্যালার্জি থাকলে কি রক্তদান করা যায়

জেনে নিন এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত

অ্যালার্জি থাকলে কি রক্তদান করা যায়

নিউজডোর ডেস্ক ♦ যদি সম্প্রতি অ্যালার্জির তীব্র লক্ষণ পরিলক্ষিত হয়, তাহলে রক্তদান করা যাবে না। পুরোপুরি সুস্থ হবার পর রক্তদান করা যাবে। ঔষধ খেয়ে অ্যালার্জি নিয়ন্ত্রনে থাকলে রক্তদান করা যাবে। তবে সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

 যদি রক্তদাতার হালকা অ্যালার্জি (Mild Allergy) থাকে, কিন্তু রক্তদানের সময় কোনো লক্ষণ বিদ্যমান না হয়, তাহলে রক্তদানের পূর্বে উপস্থিত বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী রক্তদান করতে পারবেন।

পরিবেশগত অ্যালার্জি (Environmental Allergy, যেমন Dust Allergy), হলে রক্তদান করা যাবে।

 কোনো ঔষধ থেকে অ্যালার্জিক রিএকশন হলে কমপক্ষে ১২ মাস রক্তদান করা যাবে না।

 অ্যানাফাইলাক্সিস নামক মারাত্মক অ্যালার্জি থাকলে কখনো রক্তদান করা যাবে না (Permanent Deferral)

অ্যালার্জির লক্ষণ থাকার পরেও যদি রক্তদাতা রক্তদান করে, তাহলে রক্তদাতার অ্যালার্জি এটাক হতে পারে বা রক্তের মাধ্যমে রোগীর শরীরে অ্যালার্জি ছড়িয়ে যেতে পারে। তাই অ্যালার্জি থাকলে ডাক্তারের পরামর্শ নিয়ে রক্তদান করা উচিত।