রংপুর মেট্রো পুলিশ কমিশনার ও ডিআইজিকে বাধ্যতামূলক অবসর প্রদান

রংপুর মেট্রো পুলিশ কমিশনার ও ডিআইজিকে বাধ্যতামূলক অবসর প্রদান

নিউজডোর ডেস্ক ♦ কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে ।  মঙ্গলবার( ১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরের ঘোষণা দেয় ।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা- ১ এর সচিব মো. জাহাঙ্গীর আলম দুটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন ।  প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস( পুলিশ) ক্যাডারের সদস্য ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. পাবলিক সার্ভিস অ্যাক্ট ২০১৮( ২০১৮ সালের আইন নং ৫৭) এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে মনিরুজ্জামানকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছিল ।  আবদুল বাতেনের অবসরের প্রজ্ঞাপনে একই তথ্য উল্লেখ করা হয় ।  

কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ১৬ জুলাই বেরোবির সামনে পার্ক জংশনে পুলিশের গুলিতে প্রাণ হারান ২২ বছর বয়সী আবু সাইদ ।