বাতিল করা হচ্ছে ১৫ আগস্টের সরকারি ছুটি
নিউজডোর ডেস্ক ♦ বাতিল করা হচ্ছে ১৫ আগস্টের সরকারি ছুটি । জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র মতে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিল করা হচ্ছে । জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের প্রজ্ঞাপন তারা প্রস্তুত করেছেন ।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে মঙ্গলবার( ১৩ আগস্ট) প্রজ্ঞাপন জারি হতে পারে । কোনো কারণে প্রজ্ঞাপন জারি না হলে কাল হবে ।
এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও সরকারি ছুটি বাতিলের পরামর্শ দেয় ।
এদিকে, মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল( অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, আমরা আজ বিকেলে ১৫ আগস্টের ছুটি নিয়ে আলোচনা করব । সেখানেই বিষয়টির সিদ্ধান্ত হবে ।