অর্থ সংকটে ইভিএম প্রকল্প আপাতত স্থগিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের ব্যবহার বেশি থাকবে

অর্থ সংকটে ইভিএম প্রকল্প আপাতত স্থগিত

নিউজডোর ডেস্ক ♦ বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আর্থিক সামর্থ বিবেচনায় ২ লাখ ইভিএম কেনার পরিকল্পনায় আপাতত না এগোনোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এর ফলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশির ভাগ আসনেই ভোট গ্রহণ হবে ব্যালট পেপারে। যদিও নির্বাচন কমিশন এ নির্বাচনের রোডম্যাপে উল্লেখ করেছে, ব্যালটে ভোট হলে ব্যালটে ভোট হলে কেন্দ্র দখল করে ভোটের আগে-পরে ইচ্ছেমতো বক্সে ব্যালট ভর্তি করা সম্ভব।

উল্লেখ্য গত বছরের অক্টোবরে নতুন করে ইভিএম কিনতে নির্বাচন কমিশন পরিকল্পনা কমিশনে ‘ নির্বাচনী ব্যবস্থায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যবহার বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষখ প্রকল্পটির প্রস্তদাব দিয়েছিল।