আর নিউজ করিস, দেখব তোকে কে বাঁচাতে আসে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
নিউজডোর ডেস্ক ♦ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মারধরের শিকার সাংবাদিক মোশাররফ শাহ দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের দ্বিতীয় কলা ও মানবিক অনুষদের সামনে তাকে মারধর করা হয়। ঠগীরা চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল এবং বাগী ভিত্তিক গ্রুপ চয়েজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) এর অনুসারী।
সাংবাদিক মোশাররফ শাহ বলেন, 'প্রধান প্রকৌশলীর সংঘর্ষ, ভাঙচুর ও মারধরের বিষয়ে বক্তব্য নিতে সকাল সাড়ে এগারোটার দিকে উপাচার্যের কার্যালয়ে যাচ্ছিলাম। এ সময় কলা ও মানবিক বিভাগের দ্বিতীয় অনুষদের সামনে ১৫ থেকে ২০ ছাত্রলীগ কর্মী আমাকে পিছন থেকে ধাক্কা দেয়। এরপর তিনি জানতে চান, আমি ছাত্রলীগের কোনো প্রতিবেদন তৈরি করেছি কিনা। কেউ কেউ আমার কপালে ও মুখে ঘুষি মেরেছে। বুকে লাথি মেরেছে। তার হাতেও আঘাত করে।
মোশাররফ জানান, মারধরের সময় নেতাকর্মীরা তাকে ছাত্রলীগের প্রতিবেদন প্রকাশ না করার জন্য হুমকি দেয়। ওরা বলল, আর নিউজ করিস, তারপর দেখব কে তোকে বাঁচাতে আসে। ছাত্রলীগের কোনো নিউজ হবে না।