গঙ্গাচড়ায় বন্যা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার প্রমুখ

গঙ্গাচড়ায় বন্যা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ♦ রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন  দুর্যোগ ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি গতকাল শুক্রবার উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে অবস্থিত শেখ হাসিনা সেতু সংযোগ সড়কের ভাঙ্গা অংশ পরিদর্শনসহ বন্যা কবলিত লোকজনের খোঁজখবর নেন।

এসময় তিনি ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট মেরামত সহ বন্যা দুর্গত মানুষদের সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিনউপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব আলী রাজুলক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল হাদি, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ, গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকারসহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।