মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা রোধে আলেম সমাজের করণীয় শীর্ষক কর্মশালা

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত

মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা রোধে আলেম সমাজের করণীয় শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার ♦ মা ও শিশুর স্বাস্থ্য সচেতনতা, শিশু সুরক্ষা শিশুর প্রতি সহিংসতা রোধে আলেম সমাজের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. শাহজালালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোছাদ্দেকুল আলম, কারমাইকেল কলেজ মসজিদের খতিব আলহাজ্ব মো. আলী সরকার।

বক্তারা বলেন, মা ও শিশুদের স্বাস্থ্যের বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে। গর্ভকালীন সময় থেকে একজন নারী পর্যাপ্ত পুষ্টিকর খাবার, নিয়মিত চিকিৎসা ও যত্ন একটি সুস্থ্য সন্তান জন্ম দিতে বিশেষ ভূমিকা পালন করে। তাই আমাদের শুরু থেকেই এ বিষয়ে প্রতি লক্ষ্য রাখতে হবে।   

ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার দানিয়েল সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের হেলথ টেকনিক্যাল প্রোগ্রামার সুবহা তালফা, প্রোগ্রাম অফিসার চিত্রা চিসিস ও রংপুরের আলেমগণ।