খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবীতে রংপুরে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ♦ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক জহির আলম নয়নের বিরুদ্ধে ফরমায়েসী রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবী জানিয়ে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে। সোমবার (২৭ মে) দুপুরে নগরীর গ্রান্ডহোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি’র আহŸায়ক সামসুজ্জামান সামু’র সভাপতিত্ব এতে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড.মাহফুজ-উন-নবী ডন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর ছাত্রদলের আহŸায়ক ইমরান খান সুজন, কৃষকদলের আহŸায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর যুবদল সদস্য ওয়াহিদ মুরাদসহ অন্যরা। মানববন্ধন-সমাবেশে বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করে রেখেছে। তিনি অসুস্থ্য হলেও তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হচ্ছে না। অপরদিকে মহানগর যুবদল নেতা জহির আলম নয়নসহ নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফরমায়েসী রায় দিয়ে তাদের কারাবন্দী করা হয়েছে। আমরা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ফরমায়েসী রায়ে কারাবন্দী নেতাদের মুক্তির দাবী জানাচ্ছি।###