হাতপাখার প্রার্থী কি ইন্তেকাল করেছেন: সিইসি
তাকে পেছন থেকে ঘুষি মারা হয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার
নিউজডোর ডেস্ক ♦ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর ওপর হামলা প্রসঙ্গে করা সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রক্তাক্ত নয়, হাতপাখার প্রার্থীকে পেছন থেকে ঘুষি মারা হয়েছে। এসময় তিনি পাল্টা সাংবাদিকদের প্রশ্ন করেছেন যে, হাতপাখার প্রার্থী কি ইন্তেকাল করেছেন? খবর: সময় টিভির
সোমবার (১২ জুন) বিকেলে দুই সিটির ভোটগ্রহণ শেষে রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এমন কথা বলেন।
এসময় তিনি বরিশাল সিটি নির্বাচনের বিষয়ে বলেন, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাৎক্ষনিকভাবে নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে বরিশালে নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা যাতে না ঘটে এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বাত্ম প্রস্তুতি নিতে বলা হয়েছে।