কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩

আহতদের মধ্যে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩

কুড়িগ্রাম প্রতিনিধি ♦ কুড়িগ্রামে অটোরিক্সা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ৩ জন। রোববার (৫ সেপ্টেম্বর) সকালে জেলার ধরলা নদীর ব্রীজের উত্তর প্রান্তে কুড়ারপাড় (কল্লাকাটা) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, সকাল ১০টার দিকে নাগেশ্বরী থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিক্সা কুড়িগ্রামের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হাবিবুল্লাহ (২২), রাবেয়া খাতুন (৬২), নামে দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুর আলী (৫৫) নামে আরও একজনের মৃত্যু হয়। এছাড়াও আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) এ রেফার্ড করা হয়েছে।