রংপুরের ৬টি আসনে তিন নতুন মুখ 

রংপুরের ৬টি আসনে তিন নতুন  মুখ 

স্টাফ রিপোর্টার ♦ রংপুরের ৬টি আসনে নতুন-পুরাতন মিলে ৬টি সংসদ সদস্য প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। যাদের মধ্যে ৩টি আসনে বর্তমান এমপিরা পেয়েছেন দলীয় মনোনয়ন এবং বাকী ৩টি আসনে দেওয়া হয়েছে নতুন মুখকে। বর্তমান এমপি’র মধ্যে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে এবার দলীয় মনোনয়ন পাননি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ, সাবেক প্রতিমন্ত্রী এইচএন আশিকুর রহমান। যদিও তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না তা আগে থেকেই জানাজানি হয়েছিল। আশিকুর রহমানের পরিবর্তে ওই আসনে লড়বেন তার ছেলে রাশেক রহমান। রবিবার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ৩’শ আসনের তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের রংপুর বিভিন্ন উপজেলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীদের তালিকা প্রকাশ অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি মনোনিত ব্যক্তিদের নাম ঘোষণা করেন। রংপুরের মনোনয়নপ্রাপ্তরা হলেন, রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. রেজাউল করিম রাজু, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে বর্তমান এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে বর্তমান এমপি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য রাশেক রহমান, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বর্তমান এমপি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। উল্লেখ্য, রংপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে ২টি জাতীয় পার্টির দখলে রয়েছে। এর মধ্যে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এবং রংপুর-৩ ( সদর ও সিটি কর্পোরেশন) আসনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহী সাদ এরশাদ সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দল থেকে বহিস্কার হওয়ায় রংপুর-১ আসন থেকে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন সংগ্রহ করতে পারেননি মসিউর রহমান রাঙ্গা। ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী হতে তিন নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছে। অপরদিকে রংপুর-৩ আসন থেকে প্রতিদ্ব›িদ্বতার জন্য দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।###