ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনাকারীর বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন
নগ্ন ভিডিও ধারন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় কোচিং পরিচালক
মো. আরমান হোসেন (দিনাজপুর)♦ স্কুল ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনাকারী ব্লাক মেইলার কোচিং সেন্টারের পরিচালকের বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অভিভাবক আত্বীয়স্বজনসহ পাড়াপড়সিরা। এব্যাপারে ২৯ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত (১) এ আর্জি জানিয়েছেন মেয়ের মা রসনা বেগম।
স্বজনরা জানান, এসএসসি পরীক্ষায় ভাল ফলাফলের আশায় দিনাজপুর শহরের সুইহারি মহল্লার ড্রাইভারপাড়ায় ভরসা কোচিং সেন্টারে নিয়মিত পাঠ নিত একই এলাকার বাসিন্দা চেহেলগাজী শিক্ষা নিকেতনের স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী রাবিবা জান্নাত ইতি। পাড়াপড়সির সম্পর্কের সুযোগ নিয়ে খাবারের সাথে ঘুমের ঔষধ খাইয়ে প্রথমে তার নগ্ন ভিডিও ধারন করেন কোচিং সেন্টারের পরিচালক জোতি নামে একজন নারী। ওই ভিডিও চিত্র স্যোসাল মিডিয়াসহ ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে কয়েক দফায় দুইলাখ টাকা আদায় কোচিং সেন্টারের ওই পরিচালক। তবে ভিডিও চিত্র ডিলিটের পরিবর্তে তাকে ব্লাক মেইলিং শুরু করে সে। পরবর্তীতে দাবি করা আরো দুলাখ টাকা নিতে না পারায় বিভিন্ন পুরুষের সাথে দৈহিক (ব্যবসায় ) মেলামেশায় বাধ্য করে সেই চিত্রও ধারন করতে থাকলে লাজ লর্জ্জা আত্বসম্মানের ভয়ে ২৪ সেপ্টেম্বর গলায় ফঁাস দিয়ে আত্বহত্যার পথ নিতে বাধ্য হন স্কুল ছাত্রী রাবিবা জান্নাত ইতি।
কোতয়ালী থানার উপ পরিদর্শক কৃষ্ণ চন্দ্র রায় জানান, এব্যাপারে ওই দিনই অস্বাভাবিক মৃত্যু ( ইউডি) মামলা রেকর্ড করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে লাশের ময়না তদন্ত করিয়েছেন তারা। আজ বৃহস্পতিবার পর্যন্ত রিপোর্ট হাতে পাননি তারা। অন্যদিকে এঘটনার বিচারের দাবিতে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত ১ আর্জি জানিয়েছেন মেয়ের মা রসনা বেগম।