রংপুরের বাসস্ট্যান্ডগুলোতে ঘরমূখী মানুষের ঢল

ক্লান্তির ছাপ যেন মুছে গেছে পরিবারের সাথে ঈদ করার আনন্দে ।

রংপুরের বাসস্ট্যান্ডগুলোতে ঘরমূখী মানুষের ঢল

স্টাফ রিপোর্টার ♦ আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। এবছর করোনার প্রকোপ কমে গেছে। তাই এবছর পরিবারের সাথে ঈদ করতে বাড়ি ফিরছেন হাজার-হাজার মানুষ। তবে টিকেট প্রাপ্তিতে হয়রানি, যানজট মারিয়ে ঢাকাসহ দেশের বড় শহর থেকে উত্তরাঞ্চলে ফিরছেন মানুষ। তাই রংপুরের বাসস্ট্যান্ডগুলোতে বাড়ি ফেরা মানুষের ঢল। গাড়ি থেকে নেমে আসা মানুষের মুখে ক্লান্তির ছাপ যেন মুছে গেছে পরিবারের সাথে ঈদ করার আনন্দে ।

রংপুর নগরীর মর্ডাণ মোড়, ঢাকা বাসস্ট্যান্ড, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঘুরে দেখা যায়, সারাদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহর থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাসগুলো রংপুরে ঢুকেছে। বাসভর্তি মানুষ নেমে ছুটছেন বাড়ির পানে। রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর জেলার বাসিন্দারা এসব বাসস্ট্যান্ডে নেমেছেন। পরিবারের সাথে ঈদ উদ্যাপনের আনন্দ ভাগাভাগি করে নিতে যাত্রাপথের দীর্ঘ ভোগান্তি স্বীকার করেছেন তারা। ঢাকা থেকে উত্তরাঞ্চলের বেশির ভাগ যাত্রীই গার্মেন্টস্ কর্মী। এছাড়া চাকুরীজীবিসহ অন্য পেশার মানুষরা এসেছেন নিজ গ্রামে ঈদ করতে।

নিউজডোরের সাথে কথা হয় গার্মেন্টসকর্মী মেরাজের সাথে। মেরাজ বলেন, করোনার কারণে পরিবারের সাথে ঈদ করা হয়নি দুটি বছর। তবে এবার বাবা-মায়ের সাথে ঈদ করব। খুব ভালো লাগছে। অন্যরকম এক আনন্দ কাজ করছে।

ভোগান্তির বিষয়ে নিউজডোর জানতে চাইল মেরাজ বলেন, হ্যাঁ রাস্তায় যানজটের কারণে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এছাড়া টিকিটের মূল্যও বেশি নিয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বলেন, রংপুর নগরীতে দিন কিংবা রাতে কোন যাত্রী যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন সেজন্য প্রতিটি বাস টার্মিনাল, মোড়ে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশাকরছি সবাই পরিবারের সাথে সুন্দরভাবে ঈদ উদ্যাপন করতে পারবেন।