রংপুরে ইস্পাহানি টি লিমিটেডের চুক্তি ও মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার ♦ রংপুরে ইস্পাহানি টি লিমিটেডের মার্কেটিং ডিভিশনের চুক্তি ও মতবিনিময় সভা হয়েছে। গতকাল নগরীর একটি রেস্টুরেন্ট মিলনায়তনে এ চুক্তি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কোম্পানীর পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ইস্পাহানির বিক্রয় ও বিতরণ বিভাগের মহাব্যবস্থাপক ওমর হান্নান। এসময় উপস্থিত ছিলেন, রংপুরের মার্কেটিং বিভাগের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার মোঃ শাহাদাত হোসেনসহ অন্যরা।
আলোচনা সভায় জানানো হয়, ইস্পাহানি টি লিমিটেড গত ১ অক্টোবর তাদের বিক্রয় ও বিতরণ ব্যবস্থা পরিবেশকের মাধ্যমে শুরু করে। এরই ধারাবাহিকতায় এ চুক্তি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
তারা আরও জানায়, দেশের মানুষের সেবার উদ্দেশ্য ১৯৬০ সাল থেকে ইস্পাহানি কোম্পানী লিমিটেড বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষা প্রতিষ্ঠান ও চক্ষু হাসপাতালে কম খরচে মানুষের শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করে আসছে। এছাড়াও ক্রীড়াঙ্গনে বিভিন্ন খেলাধুলার টুর্নামেন্ট আয়োজন করে ক্রীড়াঙ্গনে দেশকে এগিয়ে নিতে দায়িত্ব পালন করে চলেছে। ###