রংপুরে বিএনপি’র আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন

দেশের দুঃশাসন রোধসহ গুম হওয়া ব্যক্তিদের উদ্ধারে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের বিকল্প নেই

রংপুরে বিএনপি’র আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন
নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার ♦ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করেছে রংপুর মহানগর বিএনপি। মঙ্গলবার দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র আহ্বায়ক সামসুজ্জামান সামু।

বক্তব্য রাখেন, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, বিএনপি নেতা কাওসার জামান বাবলা, নাজমুল আলম নাজু, জহির আলম নয়নসহ অন্যরা। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশপ্রেমী-প্রতিবাদী রাজনীতিবীদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে গুম করেছে। গুম হওয়া পরিবারের সদস্যরা উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। অপরদিকে গুম হওয়া ব্যক্তিদের উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর কোন মাথাব্যাথা নেই। দেশের দুঃশাসন রোধসহ গুম হওয়া ব্যক্তিদের উদ্ধারে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের বিকল্প নেই। সারাদেশে খুন, গুম, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, বিএনপি নেতাদের গুলি করে হত্যা তীব্র নিন্দা জ্ঞাপনসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।