বেরোবি’র ২০২২-২৩ প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
বেরোবি প্রতিনিধি ♦ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। রোববার (১৩ আগস্ট) দুপুরে
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগি অধ্যাপক ড. মিজানুর রহমান।
তিনি বলেন, ১৩ ও ১৪ আগস্ট চুড়ান্ত ভর্তি চলবে। আগামী ৩ সেপ্টেম্বর থেকে আমরা ক্লাস শুরু করব। সে অনুযায়ী বিভাগগুলোকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।
নতুন মেধা তালিকার বিষয়ে ড. মিজানুর রহমান বলেন, জিএসটি যদি কোনও নির্দেশনা দেয় তাহলে আমরা সেই নির্দেশনা মেনে নতুন মেধা থালিকা করব।