অতি ভারি বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার শংঙ্কা

উজানের পাহাড়ী ঢলে গত সপ্তাহখানেক ধরে তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ছে

অতি ভারি বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার শংঙ্কা
ছবি: নিউজডোর

স্টাফ রিপোর্টার ♦ উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যাওয়ার শংঙ্কায় স্থানীয়দের সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আগামী ২৪ ঘন্টায় তিস্তা নদীর ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। এছাড়া উত্তরের ধরলা, দুধকুমার নদীর পানি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দ্রæত বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির শংঙ্কা রয়েছে। নদীর অববাহিকা, চর, দ্বীপচরের মানুষদের সতর্ক থাকাসহ প্রয়োজনে বন্যা আশ্রয় কেন্দ্রে সরে যাওয়ার বার্তা পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। 
রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজানের পাহাড়ী ঢলে গত সপ্তাহখানেক ধরে তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ছে। নদীগুলোর পানি বর্তমানে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। রবিবার (১৩ আগস্ট) বেলা ১২টায় তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৭ সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে ধরলা নদীর পানি সকাল ৯টায় কুড়িগ্রাম পয়েন্টে ৭৮ সেন্টিমিটার, তালুক শিমুলবাড়ি পয়েন্টে ১ দশমিক ৪৩ মিটার, দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ৯০ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদী নুনখাওয়া পয়েন্টে ৭০ সেন্টিমিটার, চিলমারী পয়েন্টে বিপদসীমার ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। 
রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত¡াবধায়ক প্রকৌশলী আহসান হাবীব বলেন, আগামী ২৪ ঘন্টা দেশের উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি দ্রæত বৃদ্ধি পাবে। রংপুরের তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে বন্যা পরিস্থিতি তৈরী করতে পারে। উজানের ঢলের কারণে ক্ষয়-ক্ষতি কমাতে ইতোমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে অবহিত করা হয়েছে।