অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকায় মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া
নিউজডোর ইন্টারন্যাশনাল ডেস্ক ♦ করোনা ভাইরাসের বিভিন্ন টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল। অনেকে এগুলোকে গুজব বলেছেন আবার অনেক গবেষক বলেছেন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তবে এবার প্রথমবারের মতো এ নিয়ে মুখ খুললো ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা। সংস্থাটি স্বীকার করেছে যে তাদের করোনা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।
সম্প্রতি একটি ব্রিটিশ আদালতে জমা দেওয়া একটি নথিতে বলা হয়েছে, করোনভাইরাস ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকা খুব বিরল টিটিএস লক্ষণ সৃষ্টি করতে পারে।
ভারতের সেরাম ইনস্টিটিউট এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের প্রক্রিয়াজাতে জড়িত ছিল। এই করোনা ভ্যাকসিন নিয়ে গুরুতর অসুস্থ হওয়ার অনেক অভিযোগ এসেছে। এই অভিযোগে মামলা হয়েছে। অনেক পরিবার আদালতের শরণাপন্ন হয়েছে।
টিটিএস-এর পূর্ণ রূপ হল 'থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম', যার ফলে মানুষের রক্তে প্লেটলেট কমে যায় এবং শরীরের ভিতরে রক্ত জমাট বাঁধে। আর এই রক্ত জমাট বেঁধে শরীরের সমস্ত অংশে বাঁধা ঘটে যা বেশ জটিল। এর মধ্যে রয়েছে মানুষের মস্তিষ্ক। প্লেটলেট কমে গেলে রক্ত চলাচল ব্যাহত হয়।
ভ্যাক্সজেভেরিয়া, কোভিশিল্ড এবং জনসন জনসন এর ভ্যকসিন গ্রহণ করেছেন তাদের অনেকেরই এই উপসর্গ দেখা গেছে।