রমেকে নমুনা পরীক্ষায় আরও ৪১ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

রমেকে নমুনা পরীক্ষায় আরও ৪১ আক্রান্ত ব্যক্তি শনাক্ত

এহসানুল হক সুমন ♦ রংপুর মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় নতুন করে ৪১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুরের ৩৪ জন, গাইবান্ধার ৬ জন, ঠাকুরগায়ের ১ জন রয়েছেন। 

রংপুর জেলায় নতুন আক্রান্তরা হলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেডিকেল ক্যাম্পাসের এক চিকিৎসক (৩৬), ধাপ চিকলী ভাটার এক পুরুষ (৫৬), ধাপ সদরের এক বৃদ্ধা (৬০), ধাপ কটকিপাড়ার এক পুরুষ (৪৯), শালবন মিস্ত্রিপাড়ার এক নারী (৩৬), কেরানীপাড়ার এক নারী (৫৫), ঠাকুরগাঁও রানীশংকৈলের এক যুবক (২৯), ধাপ পাশারীপাড়ার এক পুরুষ (৫৫), ডিআইজি কার্যালয়ের এক পুলিশ সদস্য (৪২), অপর পুলিশ সদস্য (২১), অপর পুলিশ সদস্য (২২), কামাল কাছনার এক এক পুরুষ (৪৮), কেরানীপাড়ার এক পুরুষ (৪৫),  অপর পুরুষ (৪৯), সোনালী ব্যাংকের এক পুরুষ (৪০), মুলাটোলের এক চিকিৎসক (৪৩), খামার মোড়ের এক বৃদ্ধা (৬৪), পূর্ব গেটের এক চিকিৎসক (২৩), এক কিশোর (১৭), গনেশপুরের এক পুরুষ (৩৬), ধাপ লালকুঠির এক পুরুষ (৪৭), নীলকন্ঠের এক পুরুষ (৫৮), শালবন মিস্ত্রিপাড়ার এক পুরুষ (৫৫), রংপুর ক্লিনিকের এক নারী (৪৫), লালকুঠির এক চিকিৎসক (২৬), অপর চিকিৎসক (৬৫), ঢাকা ব্যাংকের এক পুরুষ (৫৮ আশরতপুরের এক পুরুষ (৪৮), সাতগাড়া মিস্ত্রিপাড়ার এক নারী (৫৩), সিও বাজারের এক নারী (৩৫), প্রাইম মেডিকেল কলেজে চিকিৎসাধীন এক যুবক (২২), বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী (৫০), সিও বাজার রোডের এক নারী (৫০) ও পীরগাছা চতরার এক নারী (৪৮)। 

গাইবান্ধা জেলায় নতুন আক্রান্তরা হলেন, গাইবান্ধা ভিএইড রোডের এক নারী (৪৩), ফুলছড়ি উদাখালীর এক নারী (৪৫),কঞ্চিপাড়ার এক যুবক (১৯), উদাখালীর এক কিশোর (১৭), বোয়ালির এক পুরুষ (৪২), সুন্দরগঞ্জের এক নারী (৫৫)। 

বুধবার ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত ব্যক্তিরা শনাক্ত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ একেএম নুরুন্নবী লাইজু। 

রংপুর সিভিল সার্জনের তথ্য মতে, রংপুরে করোনায় আক্রান্তের সংখ্যা, ৩ হাজার ৪৫৮ জন। সুস্থ্য হয়েছেন, ২ হাজার ৯২৩ জন ও মারা গেছেন ৫৭ জন। ###