বউ নেই তবুও কেন নাম রাখলেন ‘বউয়ের দোয়া পরিবহন’
নিজের ১২টি ইজি বাইকের নাম দিয়েছেন বউয়ের দোয়া পরিবহন
চুয়াডাঙ্গায় ‘বউয়ের দোয়া পরিবহন’ বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে। এই নামে একটি ইজিবাইক সেবা এনেছেন বিদেশফেরত মাসুম মিয়া (৩০)। তার মালিকানাধীন ১১টি ইজিবাইক বর্তমানে চুয়াডাঙ্গা শহরে চলাচল করছে।
তবে অবাক করার বিষয় হলো ‘বউয়ের দোয়া’ ইজিবাইকগুলোর মালিক মাসুম নিজেই অবিবাহিত। তাহলে প্রশ্ন আসতেই পারে কেন তিনি তার ইজি বাইকগুলোর নাম বউয়ের দোয়া রাখলেন?
এ বিষয়ে মাসুম মিয়া বলেন, ১২ বছর আমি বিদেশে ছিলাম। সেখানাকার অভিজ্ঞতায় আমি জেনেছি, প্রতিটি ব্যবসায় ব্র্যান্ডিং খুব গুরুত্ব পূর্ণ। যে নাম রাখতে গিয়েছি, সেই নামেই পরিবহন পাওয়া গেছে। শেষ পর্যন্ত ঘনিষ্টদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিই যে ইজি বাইকগুলোর নাম রাখ ‘বউয়ের দোয়া পরিবহন’।
তিনি আরও বলেন, এরকম নাম রাখার কারণে জেলা শহরে বেশ আলোচনার জন্ম হয়েছে। সাথে বেড়েছে আমার পরিচিতি। বিষয়টি বেশ উপভোগ্য।