রংপুরে বালুবাহী ট্রাক চাপায় শিশুর মৃত্যু 

রংপুরে বালুবাহী ট্রাক চাপায় শিশুর মৃত্যু 

স্টাফ রিপোর্টার ♦ রংপুর নগরীতে বালুবাহী ট্রাক চাপায় শেফা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২ জুন) সকালে ৯টায় নগরীর উত্তম হাজীরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শেফা নগরীর উত্তম হাজীরহাট ডাক্তার পাড়া এলাকার সাদ্দাম হোসেনের মেয়ে। এ ঘটনায় আহত শেফার দাদী বিলকিছ বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ ঘটনায় পুলিশ ট্রাক চালককে আটক করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন হাজীরহাট থানার ওসি রজব আলী। 
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে শেফাকে নিয়ে তার দাদী বিলকিছ বেগম রাস্তা পাড় হচ্ছিলো। এ সময় রংপুরগামী একটি বালুবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে শেফা মারা যায়। গুরুতর আহত অবস্থায় বিলকিছ বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। 
হাজীর হাট থানার ওসি রজব আলী বলেন, ট্রাক চালক রিফাত হাসান রোমেলকে আটক করা হয়েছে। ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে।