রংপুর সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেনকে সংবর্ধনা

রংপুর সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেনকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ♦ রংপুর সদর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেনকে সম্মাননা দিয়েছে পাগলাপীর আল জামিয়াতুল আজিজিয়া তারবিয়াতুন নিসা (মহিলা মাদ্রাসা)। শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় নব-নির্বাচিত চেয়ারম্যানকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মাদ্রাসা কমিটির সভাপতি লাল মিয়া, মুহতামিম আব্দুল আজিজ ও পরিচালক মোঃ রাব্বি হাসান উজ্জ্বল। এছাড়াও রংপুর সদরের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন নব-নির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেনকে ক্রেস্ট প্রদানসহ ফুলেল শুভেচ্ছা জানান।

রংপুর সদরবাসীর দেয়া ভোটে নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান ইকবাল হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ভালবাসায় সিক্ত হন।