রংপুরে অবৈধ ক্লিনিক-ডায়াগনোষ্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান

দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ♦ রংপুরে অবৈধ ক্লিনিক-ডায়াগনোষ্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (২৭ মে) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে নগরীর ধাপ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও অব্যবস্থাপনার কারণে ইউনি এইড হসপিটালকে ৭০ হাজার টাকা এবং থাইরোকেয়ার মডার্ণ ল্যাবকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান মিশু, সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানেটারী ইন্সপেক্টর মাহবুবার রহমানসহ পুলিশ সদস্যরা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, অবৈধ ক্লিনিক-ডায়াগনোস্টিক সেন্টারে অব্যবস্থাপনা কিংবা ভ‚ল চিকিৎসার কারণে অনেক সময় রোগী মৃত্যুর ঘটনা ঘটে। আজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হলো। জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে যাব।