যে কারণে এক ঘন্টা পরে শুরু হলো এইচএসসি পরীক্ষা
নিউজডোর ডেস্ক ♦ ২৯টি কেন্দ্রে ১ ঘন্টা পরে শুরু হলো এইচএসসি পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২৯টি কেন্দ্রে নির্ধারিত সময়ের চেয়ে ১ ঘন্টা পিছিয়ে শুরু হয়েছে পরীক্ষা। এরমধ্যে মহানগরীর ২৭টি ও হাটহাজারী উপজেলার দুটি কেন্দ্র। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে পানি উঠে যাওয়ায় প্রার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সময় লেগেছে। এছাড়া হাটহাজারীতে সড়কে পানি উঠে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। সেখানে ফাতাবাদ কলেজ ও কয়েশ কলেজ কেন্দ্রে এক ঘণ্টা পিছিয়ে পরীক্ষা শুরু হয়েছে।
এদিকে রাতভর বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। সকাল গড়াতেই জোয়ারের কারণে বেশ কিছু এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। অনেক পরীক্ষা কেন্দ্রের সামনের রাস্তাও পানিতে তলিয়ে গেছে। এছাড়া বৃষ্টির কারণে সড়কে যান চলাচল স্বাভাবিকের চেয়ে কম ছিল। ফলে কেন্দ্রে পৌঁছাতে প্রার্থীদের ভোগান্তি পোহাতে হয়।