প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ  প্রস্তুতি-২

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ  প্রস্তুতি-২

 

নিউজডোর ডেস্ক ♦ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ  প্রস্তুতি:

১. “মহাপৃথিবী”  কাব্যগ্রন্থ কার লেখা?

উ: জীবনানন্দ দাশ।

 

২. “জীবনতরী” কি?

উ: ভাসমান হাসপাতাল

 

৩. “বাগধারা” কোথায় আলোচিত হয়?

উ: বাক্যতত্ত্বে

 

৪. বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক ছয় দফা কোথায় উত্থাপিত হয়?

উ: লাহোরে।

 

৫. কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?

উ: শুক্র

 

৬. “অক্টোপাস” উপন্যাসের লেখক কে?

উ: শামসুর রহমান।

 

৭. “প্রকৃতি” বলতে কি বোঝায়?

উ: শব্দ ও ধাতুর মূল।

 

৮. “অর্ঘ্য” শব্দের অর্থ কি?

উ: পূজার উপকরণ।

 

৯. কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?

উ: ১ জানুয়ারি ১৯৯৩।

 

১০. “উচাটন” এর বিপরীত অর্থ কি?

উ: প্রশান্ত।

 

১১. উপসর্গের কাজ কি?

উ: নতুন শব্দ গঠন।

 

১২. “বাকু” কোন দেশের রাজধানী?

উ: আজারবাইজান।

 

১৩. সম্প্রতি কোন দিনটিকে “মুক্তিযোদ্ধা দিবস” ঘোষণা করা হয়েছে?

উ: ১ ডিসেম্বর।

 

১৪. অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে?

উ: রাষ্ট্রপতি।

 

১৫. শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?

উ: ইয়াঙ্গুন।

 

১৬. বাংলাদেশের সর্বপ্রথম জকাদুঘর কোনটি?

উ: বরেন্দ্র জাদুঘর।

 

১৭. আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি?

উ: মালদ্বীপ।

 

১৮. “কান পাতলা” এর অর্থ কি?

উ: বিশ্বাসপ্রবণ।

 

১৯. কোনো ই-মেইল “CC” অর্থ কি?

উ: Carbon Copy।

 

২০. ঢাকা শহরের প্রধাণ মুঘল স্থাপত্য কোনটি?

উ: লালবাগ।